বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক কো-আপারেটিভ সোসাইটি লিঃ (বাপেসাস) পরিবারে সবাইকে স্বাগতম। বাপেসাস একটি পেশাজীবী সাংবাদিকদের জাতীয় পর্যায়ের সমবায় সংগঠন। পেশাজীবী গণমাধ্যমের সাংবাদিক ও কর্মরত কর্মীদের পেশার মান উন্নয়ন, অর্থনৈতিক সম্মৃদ্ধি ও প্রকল্প ভিত্তিক সমাজে নিজেদের অবস্থানকে পরিপূর্ণ রুপদানের প্লাটফর্ম বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক কো-আপারেটিভ সোসাইটি লিঃ (বাপেসাস)।